মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬১৬৯
দ্বিতীয় অনুচ্ছেদ - নবী (সা.) -এর পরিবার-পরিজনদের মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১৬৯। হযরত ইয়া'লা ইবনে মুররাহ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ হোসাইন আমা হইতে আর আমি হোসাইন হইতে। যে হোসাইনকে ভালবাসিবে আল্লাহ্ তাহাকে ভালবাসিবেন। হোসাইন বংশসমূহের মধ্যে একটি বংশ। — তিরমিযীঃ
وَعَن يعلى بن مرَّة قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «حُسَيْنٌ مِنِّي وَأَنَا مِنْ حُسَيْنٍ أَحَبَّ اللَّهُ مَنْ أَحَبَّ حُسَيْنًا حُسَيْنٌ سِبَطٌ مِنَ الأسباط» رَوَاهُ التِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

السبط “সিরত” অর্থ, বৃক্ষের জড় বা কান্ড। যাহার বহু শাখা রহিয়াছে, তবে মূল একটি। অর্থাৎ, হোসাইনের মাধ্যমে আমার বংশ ব্যাপক প্রসার লাভ করিবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৬১৬৯ | মুসলিম বাংলা