মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬১৬৮
দ্বিতীয় অনুচ্ছেদ - নবী (সা.) -এর পরিবার-পরিজনদের মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১৬৮। হযরত বুরায়দা (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদের সম্মুখে ভাষণ দিতেছিলেন। এমন সময় হঠাৎ হাসান ও হোসাইন সেইখানে আসিয়া উপস্থিত হইলেন। তাঁহাদের উভয়ের গায়ে ছিল লাল বর্ণের দুইটি জামা। তাঁহারা এমনভাবে চলিতেছিলেন যেন পড়িয়া যাইতেছিলেন। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) মিম্বর হইতে নামিয়া গেলেন এবং তাঁহাদিগকে উঠাইয়া আনিয়া নিজের সম্মুখে বসাইয়া রাখিলেন। অতঃপর বলিলেনঃ আল্লাহ্ সত্যই বলিয়াছেন, “তোমাদের মাল সম্পদ ও সন্তান-সন্ততিগণ ফেতনা।” আমি এই বাচ্চা দুইটির দিকে তাকাইয়া দেখিলাম যে, ইহারা হ্যাঁটিতেছে এবং পড়িয়া যাইতেছে, সুতরাং আমি আর স্থির থাকিতে পারিলাম না। অবশেষে আমি আলোচনা বন্ধ করিয়া দিলাম এবং ইহাদিগকে উঠাইয়া আনিলাম। —তিরমিযী, আবু দাউদ ও নাসায়ী
وَعَنْ بُرَيْدَةَ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُنَا إِذْ جَاءَ الْحَسَنُ وَالْحُسَيْنُ عَلَيْهِمَا قَمِيصَانِ أَحْمَرَانِ يَمْشِيَانِ وَيَعْثُرَانِ فَنَزَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ الْمِنْبَرِ فَحَمَلَهُمَا وَوَضَعَهُمَا بَيْنَ يَدَيْهِ ثُمَّ قَالَ: «صَدَقَ اللَّهُ [إِنَّمَا أَمْوَالُكُمْ وَأَوْلَادُكُمْ فِتْنَةٌ] نَظَرْتُ إِلَى هَذَيْنِ الصَّبِيَّيْنِ يَمْشِيَانِ وَيَعْثُرَانِ فَلَمْ أَصْبِرْ حَتَّى قَطَعْتُ حَدِيثِي وَرَفَعْتُهُمَا» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৬১৬৮ | মুসলিম বাংলা