মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬১৬৭
দ্বিতীয় অনুচ্ছেদ - নবী (সা.) -এর পরিবার-পরিজনদের মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১৬৭। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)কে জিজ্ঞাসা করা হইল, আপনি আপনার আহলে বায়তের মধ্যে কাহাকে সর্বাধিক ভালবাসেন? তিনি বলিলেনঃ হাসান ও হোসাইনকে। এবং তিনি ফাতেমার উদ্দেশ্যে বলিতেন, আমার পুত্রদ্বয়কে ডাকিয়া দাও। তাহারা আসিলে তিনি তাহাদিগকে শুঁকিতেন (অর্থাৎ, চুমা দিতেন) এবং উভয়কে নিজের সাথে জড়াইয়া ধরিতেন। —তিরমিযী, আর তিনি বলিয়াছেন, হাদীসটি গরীব।
وَعَنْ أَنَسٍ قَالَ: سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَي بَيْتِكَ أَحَبُّ إِلَيْكَ؟ قَالَ: «الْحَسَنُ وَالْحُسَيْنُ» وَكَانَ يَقُولُ لِفَاطِمَةَ: «ادْعِي لِي ابْنَيَّ» فَيَشُمُّهُمَا وَيَضُمُّهُمَا إِلَيْهِ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ
