মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬১৬৬
দ্বিতীয় অনুচ্ছেদ - নবী (সা.) -এর পরিবার-পরিজনদের মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১৬৬। হযরত সালমা (রাঃ) বলেন, একদা আমি উম্মে সালামা (রাঃ)-এর নিকট গিয়া দেখিলাম, তিনি কাঁদিতেছেন। জিজ্ঞাসা করিলাম, আপনি কেন কাঁদিতেছেন? তিনি বলিলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)কে এমন অবস্থায় দেখিয়াছি, অর্থাৎ, স্বপ্নে – তাঁহার মাথা ও দাড়ি ধুলাবালিতে মিশ্রিত। অতঃপর আমি জিজ্ঞাসা করিলাম, ইয়া রাসূলাল্লাহ্ ! আপনার এই অবস্থা কেন, আপনার কি হইয়াছে? তিনি বলিলেনঃ এই মাত্র আমি হোসাইনের শাহাদতের স্থানে উপস্থিত হইয়া ছিলাম। —তিরমিযী, তিনি বলিয়াছেন, হাদীসটি গরীব।
وَعَنْ سَلْمَى قَالَتْ: دَخَلْتُ عَلَى أُمِّ سَلَمَةَ وَهِي تبْكي فَقلت: مَا بيكيك؟ قَالَتْ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - تَعْنِي فِي الْمَنَامِ - وَعَلَى رَأْسِهِ وَلِحْيَتِهِ التُّرَابُ فَقُلْتُ: مَا لَكَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «شَهِدْتُ قَتْلَ الْحُسَيْنِ آنِفًا» رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ
হাদীসের ব্যাখ্যা:
হযরত হোসাইন একষট্টি হিজরীতে শহীদ হইয়াছেন। আর অধিকাংশের মতে উম্মে সালামার মৃত্যু ৫৯ হিজরীতে হইয়াছে। সুতরাং হোসাইন যে শহীদ হইবেন, তাহা স্বপ্নের মাধ্যমে পূর্বেই জানান হইয়াছে।
