মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬১৬৫
দ্বিতীয় অনুচ্ছেদ - নবী (সা.) -এর পরিবার-পরিজনদের মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১৬৫। হযরত উসামা ইবনে যায়দ (রাঃ) বলেন, একদা কোন এক প্রয়োজনে রাতের বেলায় আমি নবী (ﷺ)-এর খেদমতে গেলাম। তখন নবী (ﷺ) এমন অবস্থায় ঘর হইতে বাহির হইলেন যে, (মনে হইল,) তিনি চাদর দ্বারা গায়ের সাথে কি একটি জিনিস জড়াইয়া রাখিয়াছেন, কিন্তু আমি বুঝিতে পারি নাই সেই জিনিসটি কি? অতঃপর যখন আমি প্রয়োজন সারিয়া তাঁহার নিকট হইতে অবসর হইলাম, তখন জিজ্ঞাসা করিলাম, (ইয়া রাসূলাল্লাহ্!) চাদরের ভিতরে আপনি কি জিনিস জড়াইয়া রাখিয়াছেন? তখন তিনি চাদরখানা সরাইয়া ফেলিলে দেখিলাম, হাসান ও হোসাইন দুইজন তাঁহার দুই উরুতে বসিয়া রহিয়াছেন। অতঃপর তিনি বলিলেনঃ ইহারা দুইজন আমার পুত্র ও আমার তনয়ার পুত্র। “হে আল্লাহ্ আমি ইহাদের দুইজনকেই ভালবাসি। সুতরাং, আপনিও তাহাদের দুইজনকে ভালবাসুন। আর যাহারা এই দুইজনকে ভালবাসিবে, আপনি তাহাদিগকেও ভালবাসুন।” —তিরমিযী
وَعَن أسامةَ بنِ زيدٍ قَالَ: طَرَقْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ فِي بَعْضِ الْحَاجَةِ فَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ مُشْتَمِلٌ عَلَى شَيْء وَلَا أَدْرِي مَا هُوَ فَلَمَّا فَرَغْتُ مِنْ حَاجَتِي قُلْتُ: مَا هَذَا الَّذِي أَنْتَ مُشْتَمِلٌ عَلَيْهِ؟ فَكَشَفَهُ فَإِذَا الْحَسَنُ وَالْحُسَيْنُ عَلَى وَرِكَيْهِ. فَقَالَ: «هَذَانِ ابْنَايَ وَابْنَا ابْنَتِي اللَّهُمَّ إِنِّي أُحِبُّهُمَا فأحبهما وَأحب من يحبهما» رَوَاهُ التِّرْمِذِيّ
হাদীসের ব্যাখ্যা:
দৌহিত্রকে পুত্র বলা আরবদের মধ্যে প্রচলিত ছিল।
