মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬১৭১
দ্বিতীয় অনুচ্ছেদ - নবী (সা.) -এর পরিবার-পরিজনদের মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১৭১। হযরত হোযায়ফা (রাঃ) বলেন, একদা আমি আমার আম্মাকে বলিলাম, আমাকে অনুমতি দিন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে গিয়া তাঁহার সহিত মাগরিবের নামায আদায় করি এবং আমার নিজের ও আপনার মাগফেরাতের জন্য তাঁহার নিকট দো'আর আবেদন করি। (রাবী বলেন, আমার মা অনুমতি দিলেন।) অতঃপর আমি নবী (ﷺ)-এর নিকট আসিলাম এবং তাহার সাথে মাগরিবের নামায আদায় করিলাম। তিনি ইহার পর (নফল) নামায পড়িতে থাকেন। অবশেষে এশার নামায আদায় করিয়া যখন তিনি গৃহাভিমুখে রওয়ানা হইলেন, তখন আমিও তাঁহার পিছনে পিছনে রওয়ানা হইলাম । তিনি আমার (পায়ের) আওয়াজ শুনিতে পাইয়া বলিলেনঃ কে, হোযায়ফা ? বলিলাম, হ্যাঁ। তিনি বলিলেন, কি প্রয়োজনে আসিয়াছ? আল্লাহ্ তোমাকে এবং তোমার মাতাকে মাফ করুন । (হে হোযায়ফা!) ইনি ফিরিশতা, যিনি এই রাত্রির পূর্বে আর কখনও ভূপৃষ্ঠে অবতরণ করেন নাই। তিনি তাঁহার পরওয়ারদেগারের কাছে অনুমতি চান যে, আমাকে সালাম করিবেন এবং আমাকে এই সুসংবাদটি জানাইয়া দিবেন যে, ফাতেমা জান্নাতী মহিলাদের সরদার আর হাসান এবং হোসাইন দুইজনই জান্নাতী যুবকদের সরদার। —তিরমিযী এবং তিনি বলিয়াছেন, হাদীসটি গরীব।
وَعَن حُذَيْفَة قَالَ: قُلْتُ لِأُمِّي: دَعِينِي آتِي النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأُصَلِّي مَعَهُ الْمَغْرِبَ وَأَسْأَلُهُ أَنْ يَسْتَغْفِرَ لِي وَلَكِ فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّيْتُ مَعَهُ الْمَغْرِبَ فَصَلَّى حَتَّى صَلَّى الْعِشَاءَ ثُمَّ انْفَتَلَ فَتَبِعْتُهُ فَسَمِعَ صَوْتِي فَقَالَ: «مَنْ هَذَا؟ حُذَيْفَةُ؟» قُلْتُ: نَعَمْ. قَالَ: «مَا حَاجَتُكَ؟ غَفَرَ اللَّهُ لَكَ وَلِأُمِّكِ إِنَّ هَذَا مَلَكٌ لَمْ يَنْزِلِ الْأَرْضَ قَطُّ قَبْلَ هَذِهِ اللَّيْلَةِ اسْتَأْذَنَ رَبَّهُ أَنْ يُسَلِّمَ عَلَيَّ وَيُبَشِّرَنِي بِأَنَّ فَاطِمَةَ سَيِّدَةُ نِسَاءِ أَهْلِ الْجَنَّةِ وَأَنَّ الْحَسَنَ وَالْحُسَيْنَ سَيِّدَا شَبَابِ أَهْلِ الْجَنَّةِ» رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৬১৭১ | মুসলিম বাংলা