মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬১৫৫
দ্বিতীয় অনুচ্ছেদ - নবী (সা.) -এর পরিবার-পরিজনদের মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১৫৫। হযরত জুমাঈ ইবনে ওমায়র (রাঃ) বলেন, একদা আমি আমার ফুফুর সাথে হযরত আয়েশা (রাঃ)-এর নিকট গেলাম। আমি জিজ্ঞাসা করিলাম, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে কোন্ মানুষটি সর্বাপেক্ষা প্রিয় ছিলেন? তিনি উত্তরে বলিলেন, বিবি ফাতেমা। এইবার জিজ্ঞাসা করা হইল, পুরুষদের মধ্যে কে? তিনি বলিলেন, তাঁহার স্বামী। -তিরমিযী
وَعَنْ جُمَيْعِ بْنِ عُمَيْرٍ قَالَ: دَخَلْتُ مَعَ عَمَّتِي عَلَى عَائِشَةَ فَسَأَلْتُ: أَيُّ النَّاسِ كَانَ أَحَبَّ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَتْ: فَاطِمَةُ. فَقِيلَ: مِنَ الرِّجَالِ؟ قَالَتْ: زَوْجُهَا إِنْ كَانَ مَا عَلِمْتُ صَوَّامًا قَوَّامًا. رَوَاهُ التِّرْمِذِيّ
