মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬১৫৬
দ্বিতীয় অনুচ্ছেদ - নবী (সা.) -এর পরিবার-পরিজনদের মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১৫৬। হযরত আব্দুল মুত্তালিব ইবনে রবীআ (রাঃ) বলেন, একদা হযরত আব্বাস (রাঃ) ভীষণ ক্ষুব্ধ অবস্থায় রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট আসিলেন। আমি তখন তাঁহার নিকট বসা ছিলাম। রাসূলুল্লাহ্ (ﷺ) জিজ্ঞাসা করিলেন, কিসে আপনাকে এমনভাবে ক্ষুব্ধ করিয়াছে? তখন তিনি (আব্বাস) বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্! আমাদের (অর্থাৎ, বনু হাশেম) এবং কোরাইশের মধ্যে কি (ব্যবধান) রহিয়াছে ? তাহারা যখন পরস্পরে দেখা-সাক্ষাৎ করে, তখন তাহারা হাসি-খুশী অবস্থায় মেলা-মেশা করে। পক্ষান্তরে যখন আমাদের সাথে দেখা-সাক্ষাৎ করে, তখন তাহারা সেইভাবে মিলে না। এই কথা শুনিয়া রাসূলুল্লাহ্ (ﷺ) এমনভাবে রাগান্বিত হইলেন যে, তাহার চেহারা মুবারক লাল হইয়া গেল। অতঃপর তিনি বলিলেনঃ সেই মহান সত্তার কসম, যাঁহার হাতে আমার প্রাণ, কোন ব্যক্তির অন্তরে ঈমান প্রবেশ করিবে না, যতক্ষণ না সে আল্লাহ্ ও তাঁহার রাসূলের সন্তুষ্টির উদ্দেশ্যে তোমাদেরকে (অর্থাৎ, আহলে বায়তকে) মহব্বত করিবে। অতঃপর তিনি বলিলেন, হে লোকসকল! যে ব্যক্তি আমার চাচাকে কষ্ট দেয়, সে যেন আমাকেই কষ্ট দিল। কেননা, কোন ব্যক্তির চাচা হইল তাহার পিতার সমতুল্য। – তিরমিযী, মাসাবীহ্ গ্রন্থে হাদীসটির বর্ণনাকারীর নাম “মুত্তালিব” উল্লেখ রহিয়াছে।
إِلَّا الْجُمْلَة الْأَخِيرَة فصحيحة) وَعَنْ عَبْدِ الْمُطَّلِبِ بْنِ رَبِيعَةَ أَنَّ الْعَبَّاسَ دَخَلَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُغْضَبًا وَأَنَا عِنْدَهُ فَقَالَ: «مَا أَغْضَبَكَ؟» قَالَ: يَا رَسُول الله مَا لَنَا وَلِقُرَيْشٍ إِذَا تَلَاقَوْا بَيْنَهُمْ تَلَاقَوْا بِوُجُوهٍ مُبْشَرَةٍ وَإِذَا لَقُونَا لَقُونَا بِغَيْرِ ذَلِكَ؟ فَغَضِبَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى احْمَرَّ وَجْهُهُ ثُمَّ قَالَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا يَدْخُلُ قَلْبَ رَجُلٍ الْإِيمَانُ حَتَّى يحبكم لله وَلِرَسُولِهِ» ثمَّ قَالَ: «يَا أَيُّهَا النَّاسُ مَنْ آذَى عَمِّي فَقَدْ آذَانِي فَإِنَّمَا عَمُّ الرَّجُلِ صِنْوُ أَبِيهِ» رَوَاهُ التِّرْمِذِيُّ. وَفِي «المصابيح» عَن الْمطلب
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৬১৫৬ | মুসলিম বাংলা