মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬১৫৪
দ্বিতীয় অনুচ্ছেদ - নবী (সা.) -এর পরিবার-পরিজনদের মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১৫৪। হযরত যায়দ ইবনে আরকাম (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আলী, ফাতেমা, হাসান এবং হোসাইন (রাঃ) সম্পর্কে বলিয়াছেনঃ যে কেহ উহাদের প্রতি শত্রুতা পোষণ করে, আমি তাহাদের শত্রু। পক্ষান্তরে যে তাহাদের সহিত (আপনজনের মত) সদ্ব্যবহার করিবে, আমি তাহাদের সহিত সদ্ব্যবহার করিব। — তিরমিযী
وَعَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِعَلِيٍّ وَفَاطِمَةَ وَالْحَسَنِ وَالْحُسَيْنِ: «أَنَا حَرْبٌ لِمَنْ حَارَبَهُمْ وَسِلْمٌ لِمَنْ سَالَمَهُمْ» . رَوَاهُ التِّرْمِذِيّ
হাদীসের ব্যাখ্যা:
অর্থাৎ, যে তাহাদিগকে মহব্বত করিবে, সে প্রকৃতপক্ষে আমাকেই মহব্বত করিল। পক্ষান্তরে যে উহাদের প্রতি হিংসা রাখিল, সে বস্তুত আমাকেই হিংসা করিল।
