মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬১৫৩
দ্বিতীয় অনুচ্ছেদ - নবী (সা.) -এর পরিবার-পরিজনদের মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১৫৩। হযরত যায়দ ইবনে আরকাম (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আমি তোমাদের মাঝে এমন জিনিস রাখিয়া যাইতেছি, যদি তোমরা উহাকে শক্ত করিয়া ধরিয়া রাখ, তবে আমার পরে তোমরা আর কখনও গোমরাহ্ হইবে না। উহার মধ্যে একটি আরেকটি অপেক্ষা গুরুত্বপূর্ণ। একটি হইল, আল্লাহর কিতাব, উহা একটি লম্বা রশি সদৃশ। যাহা আকাশ হইতে যমীন পর্যন্ত বিস্তীর্ণ। আর দ্বিতীয়টি হইল, আমার আপন আলে বায়ত। এই বস্তু দুইটি কখনও বিচ্ছিন্ন হইবে না। অবশেষে উহারা হাউয়ে কাউসারে আমার সাথে মিলিত হইবে। সুতরাং তোমরা উহাদের সাথে কিরূপ আচরণ করিতেছ তৎপ্রতি বিশেষ দৃষ্টি রাখিবে। —তিরমিযী
وَعَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنِّي تَارِكٌ فِيكُمْ مَا إِنْ تَمَسَّكْتُمْ بِهِ لَنْ تَضِلُّوا بَعْدِي أَحَدُهُمَا أَعْظَمُ مِنَ الْآخَرِ: كِتَابُ اللَّهِ حَبْلٌ مَمْدُودٌ مِنَ السَّمَاءِ إِلَى الْأَرْضِ وَعِتْرَتِي أَهْلُ بَيْتِي وَلَنْ يَتَفَرَّقَا حَتَّى يَرِدَا عَلَيَّ الْحَوْضَ فَانْظُرُوا كَيْفَ تَخْلُفُونِي فِيهِمَا . رَوَاهُ التِّرْمِذِيُّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৬১৫৩ | মুসলিম বাংলা