মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬১৫২
দ্বিতীয় অনুচ্ছেদ - নবী (সা.) -এর পরিবার-পরিজনদের মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১৫২। হযরত জাবের (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)কে দেখিয়াছি, তিনি (বিদায় হজ্জে আরাফাতের দিন তাঁহার “কাসওয়া” নামক উষ্ট্রীর উপর সওয়ার অবস্থায় ভাষণ দান করিতেছেন। আমি শুনিয়াছি, তিনি ভাষণে বলিয়াছেনঃ হে লোকসকল! আমি তোমাদের মাঝে এমন জিনিস রাখিয়া যাইতেছি, তোমরা যদি উহাকে শক্তভাবে ধরিয়া রাখ, তবে কখনও গোমরাহ্ হইবে না। তাহা হইল আল্লাহর কিতাব ও আমার ইত্র অর্থাৎ, আমার আহলে বায়ত। —তিরমিযী
الْفَصْل الثَّانِي
عَنْ جَابِرٍ قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حِجَّتِهِ يَوْمَ عَرَفَةَ وَهُوَ عَلَى نَاقَتِهِ الْقَصْوَاءِ يَخْطُبُ فَسَمِعْتُهُ يَقُولُ: يَا أَيُّهَا النَّاسُ إِنِّي تَرَكْتُ فِيكُمْ مَا إِنْ أَخَذْتُمْ بِهِ لَنْ تَضِلُّوا: كِتَابَ اللَّهِ وعترتي أهل بيتِي . رَوَاهُ التِّرْمِذِيّ
হাদীসের ব্যাখ্যা:
عترة رسول الله "জাদ্দী আওলাদ” অর্থাৎ, প্রপিতার বংশধরকে “ইতরৎ” বলে। বিদায় হজ্জের ভাষণে কিতাবুল্লাহর বিধান মতে আমল করা এবং আহলে বায়তের প্রতি মহব্বত রাখা এবং তাহাদের সীরাত ও রেওয়ায়ত অনুসরণ করিয়া চলা, তাঁহাদের মান-মর্যাদার প্রতি সম্মান প্রদর্শন করার প্রতি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়।
