মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬১৫১
প্রথম অনুচ্ছেদ - নবী (সা.) -এর পরিবার-পরিজনদের মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১৫১। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) বলেন, হযরত যায়দ ইবনে হারেসা (রাঃ) ছিলেন রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আযাদকৃত গোলাম। আমরা তাহাকে যায়দ ইবনে মুহাম্মাদ (অর্থাৎ, রাসূলুল্লাহ (ছাঃ)-এর পুত্র) বলিয়া ডাকিতাম। অতঃপর যখন কোরআনের এই আয়াত ادْعُوهُمْ لِآبَائِهِمْ (অর্থাৎ) "তাহাদিগকে তাহাদের প্রকৃত বাপের পরিচয়ে ডাক" অবতীর্ণ হয়, তখন আমরা যায়দ ইবনে মুহাম্মাদ বলা হইতে বিরত হইয়াছি।
হযরত বারা (রাঃ) কর্তৃক বর্ণিত হাদীস, নবী (ছাঃ) হযরত আলী (রাঃ)-কে যে বলিয়াছেন انت منى অর্থাৎ, হে আলী! তুমি আমার (দেহের অংশবিশেষ, "শিশুর বয়ঃপ্রাপ্তি ও তাহার প্রতিপালন" অধ্যায়ে বর্ণনা করা হইয়াছে।
হযরত বারা (রাঃ) কর্তৃক বর্ণিত হাদীস, নবী (ছাঃ) হযরত আলী (রাঃ)-কে যে বলিয়াছেন انت منى অর্থাৎ, হে আলী! তুমি আমার (দেহের অংশবিশেষ, "শিশুর বয়ঃপ্রাপ্তি ও তাহার প্রতিপালন" অধ্যায়ে বর্ণনা করা হইয়াছে।
وَعَنْهُ قَالَ: إِنَّ زَيْدٍ بْنِ حَارِثَةَ مَوْلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا كُنَّا نَدْعُوهُ إِلَّا زَيْدَ بْنَ مُحَمَّدٍ حَتَّى نزل الْقُرْآن [أُدعوهم لِآبَائِهِمْ] مُتَّفق عَلَيْهِ وَذكر حَدِيث الْبَراء قَالَ لعليّ: «أَنْتَ مِنِّي» فِي «بَابِ بُلُوغِ الصَّغِيرِ وَحَضَانَتِهِ»
হাদীসের ব্যাখ্যা:
নবী (ﷺ) যায়দ ইবনে হারেসাকে অত্যধিক ভালবাসিতেন। যায়দ প্রথমে গোলাম ছিলেন, পরে হুযূর (ﷺ) তাহাকে আযাদ করিয়া متبنى মুখডাকা পুত্র বা পালক পুত্র হিসাবে নিজের কাছে স্থান দিয়াছিলেন। তাঁহার উপাধি ছিল حب رسول অর্থাৎ, রাসূলের প্রিয়তম।
