মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬১৪৯
প্রথম অনুচ্ছেদ - নবী (সা.) -এর পরিবার-পরিজনদের মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১৪৯। হযরত উসামা ইবনে যায়দ (রাঃ) হইতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে এবং হাসান (রাঃ)-কে একসাথে কোলে রাখিয়া বলিতেনঃ হে আল্লাহ্ আমি এই দুইজনকে ভালবাসি, আপনিও ইহাদিগকে ভালবাসুন। অপর এক রেওয়ায়তে আছে —উসামা বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিয়া তাহার এক উরুতে (রানে) বসাইতেন এবং হাসান ইবনে আলীকে অপর রানের উপর বসাইতেন, অতঃপর দুইজনকে একত্রে মিলাইয়া দোআ করিতেন, হে আল্লাহ্। আপনি ইহাদের প্রতি অনুগ্রহ করুন, আমিও ইহাদের উভয়ের প্রতি অত্যধিক স্নেহ-মমতা পোষণ করি। -বুখারী
وَعَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ يَأْخُذُهُ وَالْحَسَنَ فَيَقُولُ: «اللَّهُمَّ أَحِبَّهُمَا فَإِنِّي أُحبُّهما» وَفِي رِوَايَةٍ: قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْخُذُنِي فَيُقْعِدُنِي عَلَى فَخِذِهِ وَيُقْعِدُ الْحَسَنَ بْنَ عَلِيٍّ عَلَى فَخِذِهِ الْأُخْرَى ثُمَّ يَضُمُّهُمَا ثُمَّ يَقُولُ: «اللَّهُمَّ ارْحَمْهُمَا فَإِنِّي أرحمُهما» . رَوَاهُ البُخَارِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৬১৪৯ | মুসলিম বাংলা