মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬১৪৮
প্রথম অনুচ্ছেদ - নবী (সা.) -এর পরিবার-পরিজনদের মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১৪৮। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, একদিন নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়তুল খালায় প্রবেশ করিলেন। এই সময় আমি তাঁহার জন্য ওযুর পানি রাখিয়া দিলাম। অতঃপর তিনি বাহিরে আসিয়া জিজ্ঞাসা করিলেন, এই পানি এখানে কে রাখিয়াছে? তাহাকে অবহিত করা হইল (যে, ইবনে আব্বাসই রাখিয়াছেন)। তখন তিনি দো'আ করিলেন, হে আল্লাহ্। তাহাকে দ্বীনের জ্ঞান দান কর। মোত্তাঃ
وَعَنْهُ قَالَ: إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ الْخَلَاءَ فَوَضَعْتُ لَهُ وَضُوءًا فَلَمَّا خَرَجَ قَالَ: «مَنْ وَضَعَ هَذَا؟» فَأُخْبِرَ فَقَالَ: «اللَّهُمَّ فقهه فِي الدّين» . مُتَّفق عَلَيْهِ

হাদীসের ব্যাখ্যা:

নবী (ﷺ) সর্বদা পবিত্র থাকিতেন, এস্তেঞ্জা ইত্যাদির পর পরই ওযূ করিয়া নেওয়ার অভ্যাস তাঁহার ছিল। ইবনে আব্বাস নবী (ﷺ)-এর এই অভ্যাসের কথা জানিতেন বলিয়া নিজের বুদ্ধিতে পানি আনিয়া রাখিয়াছিলেন। তাঁহার এই বিচক্ষণতায় সন্তুষ্ট হইয়া নবী (ﷺ) তাঁহার জন্য দোআ করেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৬১৪৮ | মুসলিম বাংলা