মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬১৪৭
প্রথম অনুচ্ছেদ - নবী (সা.) -এর পরিবার-পরিজনদের মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১৪৭। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, একদা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে তাহার বুকের সাথে জড়াইয়া বলিলেন: হে আল্লাহ্ ইহাকে হেকমত শিক্ষা দান করুন। অপর এক বর্ণনায় আছে, ইহাকে কিতাব (কোরআন)-এর জ্ঞান দান করুন। -বুখারী
وَعَن ابْن عَبَّاس قَالَ: ضَمَّنِي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى صَدْرِهِ فَقَالَ: «اللَّهُمَّ عَلِّمْهُ الْحِكْمَةَ» وَفِي رِوَايَة: «علمه الْكتاب» . رَوَاهُ البُخَارِيّ

হাদীসের ব্যাখ্যা:

“হেকমত”কে যখন “কিতাবের” সহিত সংযুক্তে বর্ণনা করা হয়, তখন হেকমত দ্বারা “সুন্নত” বুঝান হয়। যেমন, কোরআনে উল্লেখ আছে— وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ এই দো'আর বরকতে হযরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস রঈসুল মুফাসসেরীন উপাধিতে ভূষিত হইয়াছেন। তবে ইমাম বুখারী বলিয়াছেন, হেকমত অর্থ “ওহীর মাধ্যম ব্যতীত নির্ভুল জ্ঞান লাভ।”
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৬১৪৭ | মুসলিম বাংলা