মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬১৪৪
প্রথম অনুচ্ছেদ - নবী (সা.) -এর পরিবার-পরিজনদের মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১৪৪। হযরত আবু বাকরা (রাঃ) বলেন, একদিন আমি রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন অবস্থায় মিম্বরের উপর দেখিলাম যে, হাসান ইবনে আলী তাহার পার্শ্বে রহিয়াছেন, আর নবী (ছাঃ) কখনও লোকদের প্রতি তাকাইতেছেন, আবার কখনও হাসানের দিকে তাকাইতেছেন এবং বলিতেছেন: আমার এই পুত্র সর্দার এবং সম্ভবত আল্লাহ্ তা'আলা ইহার দ্বারা মুসলমানদের দুইটি বিবাদমান বিরাট দলের মধ্যে সমঝোতা করাইয়া দিবেন। -বুখারী
وَعَن أبي بكرَة قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْمِنْبَرِ وَالْحَسَنُ بْنُ عَلِيٍّ إِلَى جَنْبِهِ وَهُوَ يُقْبِلُ عَلَى النَّاسِ مَرَّةً وَعَلَيْهِ أُخْرَى وَيَقُولُ: «إِنَّ ابْنِي هَذَا سَيِّدٌ وَلَعَلَّ اللَّهَ أَنْ يُصْلِحَ بِهِ بَيْنَ فِئَتَيْنِ عَظِيمَتَيْنِ مِنَ الْمُسْلِمِينَ» . رَوَاهُ البُخَارِيّ

হাদীসের ব্যাখ্যা:

এখানে হযরত আলী (রাঃ) ও হযরত মুআবিয়ার পারস্পরিক বিরোধের দিকে ইংগিত করা হইয়াছে। যাহার ফলে হযরত আলীর শাহাদতের পর গোটা উম্মতে মুসলিমাহ বিরাট বিরাট দুইটি দলে বিভক্ত হইয়া পড়িয়াছিল। এক দল হাসানের সাথে এবং অপর দল মুআবিয়ার সমর্থনে। উভয় দলের মধ্যে এক রক্তক্ষয়ী যুদ্ধের আশংকা দেখা দিয়াছিল। হযরত হাসান (রাঃ) খলীফা হওয়ার যোগ্য থাকা সত্ত্বেও মুসলিম উম্মতকে ফেতনা ও বিশৃংখলার হাত হইতে রক্ষা করিবার জন্য হযরত মুআবিয়ার পক্ষে তিনি খেলাফতের দাবী প্রত্যাহার করেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৬১৪৪ | মুসলিম বাংলা