মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬১৪৫
প্রথম অনুচ্ছেদ - নবী (সা.) -এর পরিবার-পরিজনদের মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১৪৫। হযরত আব্দুর রহমান ইবনে আবু নো'ম বলেন, আমি হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ)-কে বলিতে শুনিয়াছি, যখন জনৈক (ইরাকী) ব্যক্তি তাহাকে জিজ্ঞাসা করিল মুহরেম সম্পর্কে। (যেই ব্যক্তি হজ্জ বা ওমরার জন্য এহরাম অবস্থায় রহিয়াছে।) শো'বা বলেন, আমার ধারণা, মাছি মারিলে (কি হইবে সে সম্পর্কে জিজ্ঞাসা করিল)? উত্তরে তিনি বলিলেন, যে ইরাক বাসী রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্রকে হত্যা করিয়াছে, তাহারা আমাকে মাছি সম্পর্কে প্রশ্ন করিতেছে। অথচ রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন : ইহারা দুইজন (হাসান ও হোসাইন) দুনিয়াতে আমার দুইটি সুগন্ধি পুষ্পবিশেষ। - বুখারী
وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي نُعْمٍ قَالَ: سمعتُ عبدَ اللَّهِ بن عُمَرَ وَسَأَلَهُ رَجُلٌ عَنِ الْمُحْرِمِ قَالَ شُعْبَةُ أَحْسَبُهُ يَقْتُلُ الذُّبَابَ؟ قَالَ: أَهْلُ الْعِرَاقِ يَسْأَلُونِي عَنِ الذُّبَابِ وَقَدْ قَتَلُوا ابْنَ بِنْتُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هُمَا رَيْحَانَّيَّ مِنَ الدُّنْيَا» . رَوَاهُ البُخَارِيّ
হাদীসের ব্যাখ্যা:
এহরাম অবস্থায় মশা-মাছি মারা জায়েয কিনা এই বিধান জানিতে চাহিয়া যেন অতি পরহেযগারীর পরিচয় দিতেছে, কিন্তু সেই ইরাকের কুফাবাসীরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর দৌহিত্র হযরত হোসাইনকে শহীদ করিল, অথচ ইহাতে তাহারা দ্বিধাবোধ করিল না, তাই প্রবাদে বলা হয়, তা এসো কুফাবাসী অকৃতজ্ঞ—গাদ্দার।
