মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬১৪৩
প্রথম অনুচ্ছেদ - নবী (সা.) -এর পরিবার-পরিজনদের মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১৪৩। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, একদা দিনের একাংশে আমি রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বাহির হইলাম। অবশেষে তিনি হযরত ফাতেমার ঘরের নিকটে আসিয়া বলিলেন খোকা এখানে আছে কি? খোকা এখানে আছে কি? অর্থাৎ, 'হাসান।' অনতিবিলম্বে তিনি দৌড়াইয়া আসিলেন এবং একে অন্যের গলা জড়াইয়া ধরিলেন। তখন রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে আল্লাহ্। আমি তাহাকে ভালবাসি, তুমিও তাহাকে ভালবাস। আর তাহাকে যে ভালবাসিবে, তুমি তাহাকেও ভালবাসিও। মোত্তাঃ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: خَرَجْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي طَائِفَةٍ مِنَ النَّهَارِ حَتَّى أَتَى خِبَاءَ فَاطِمَةَ فَقَالَ: «أَثَمَّ لُكَعُ؟ أَثَمَّ لُكَعُ؟» يَعْنِي حَسَنًا فَلَمْ يَلْبَثْ أَنْ جَاءَ يَسْعَى حَتَّى اعْتَنَقَ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا صَاحِبَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُمَّ إِنِّي أُحِبُّهُ فَأَحِبَّهُ وَأَحِبَّ مَنْ يُحِبُّهُ» . مُتَّفَقٌ عَلَيْهِ
হাদীসের ব্যাখ্যা:
ছোট ছোট কচি বাচ্চাদেরকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাষায় আদর-সোহাগ করিয়া যেই শব্দে ডাকা হয় لكع (লুকাউ)-ও অনুরূপ আঞ্চলিক শব্দ।
