মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬১৩৪
তৃতীয় অনুচ্ছেদ - আশারাহ্ মুবাশশারা রাযিয়াল্লাহু আনহুমা-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১৩৪। হযরত আলী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আল্লাহ্ তা'আলা আবু বকরের প্রতি অনুগ্রহ করুন। তিনি স্বীয় কন্যাকে আমার নিকট বিবাহ দিয়াছেন, নিজের উটে আমাকে সওয়ার করাইয়া “দারুল হিজরতে” লইয়া আসিয়াছেন, সত্তর গুহায় আমার সাথে ছিলেন এবং নিজের মাল দ্বারা বেলালকে খরিদ করিয়া আযাদ করিয়াছেন। আল্লাহ্ ওমরের প্রতি অনুগ্রহ করুন। তিনি সত্যবাদী ছিলেন, যদিও তাহা (কাহারও কাছে) তিক্ত হইত। সত্যবাদিতা তাঁহাকে এমন পর্যায়ে পৌঁছাইয়াছে যে, তাঁহার কোন বন্ধু নাই। আল্লাহ্ ওসমানের প্রতি অনুগ্রহ করুন, ফিরিশতাও তাঁহাকে লজ্জা করেন। আল্লাহ্ তা'আলা আলীর প্রতি অনুগ্রহ করুন। হে আল্লাহ্। হককে আলীর সাথে করিয়া দাও, যেইদিকে আলী থাকেন (হকও যেন সেইদিকে থাকে)। —তিরমিযী, এবং তিনি বলিয়াছেন, হাদীসটি গরীব।
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «رَحِمَ اللَّهُ أَبَا بَكْرٍ زَوَّجَنِي ابْنَتَهُ وَحَمَلَنِي إِلَى دَارِ الْهِجْرَةِ وَصَحِبَنِي فِي الْغَارِ وَأَعْتَقَ بِلَالًا مِنْ مَالِهِ. رَحِمَ اللَّهُ عُمَرَ يَقُولُ الْحَقَّ وَإِنْ كَانَ مُرًّا تَرَكَهُ الْحَقُّ وَمَا لَهُ مِنْ صَدِيقٍ. رَحِمَ اللَّهُ عُثْمَانَ تَسْتَحْيِيهِ الْمَلَائِكَةُ رَحِمَ اللَّهُ عَلِيًّا اللَّهُمَّ أَدِرِ الْحَقَّ مَعَهُ حَيْثُ دَارَ» رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৬১৩৪ | মুসলিম বাংলা