মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬১৩৫
প্রথম অনুচ্ছেদ - নবী (সা.) -এর পরিবার-পরিজনদের মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১৩৫। হযরত সা'দ ইবনে আবু ওয়াক্কাস (রাঃ) বলেন, যখন نَدْعُ أَبْنَاءَنَا وَأَبْنَاءَكُمْ الايه (আস আমরা আহ্বান করি আমাদের পুত্রগণকে ও তোমাদের পুত্রগণকে আয়াত নাযিল হইল, তখন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী, ফাতেমা ও হাসান এবং হোসাইনকে ডাকিলেন এবং বলিলেন: ইয়া আল্লাহ্। ইহারা সকলে আমার আহলে বায়ত। —মুসলিম
بَابِ مَنَاقِبِ أَهْلِ بَيْتِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: الْفَصْل الأول
عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ قَالَ: لَمَّا نزلت هَذِه الْآيَة [ندْعُ أبناءنا وأبناءكم] دَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلِيًّا وَفَاطِمَةَ وَحَسَنًا وَحُسَيْنًا فَقَالَ: «اللَّهُمَّ هَؤُلَاءِ أهل بَيْتِي» رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

উক্ত আয়াতটিকে اية مباهله বা মুবাহালার আয়াত বলা হয়। “মুবাহালা” অর্থ— পরস্পর লা'নত ও বদ দো'আ করা। ঘটনার বিবরণ হইলঃ একবার নাজরান এলাকার কয়েকজন খৃষ্টান পাদ্রী নবী (ﷺ)-এর নিকট আসিয়া হুযুর (ﷺ)-এর নবুওতকে অস্বীকার করিল। তখন এই আয়াত নাযিল হয়, আস, আমরা উভয় দল একটি মুক্ত মাঠে জমায়েত হইব এবং প্রত্যেক দল যেন এই দো'আ করে, “মিথ্যাবাদী যালেমের উপর আল্লাহর অভিশাপ ও গযব নাযিল হউক।” নবী (ﷺ)-হযরত আলী, ফাতেমা ও হাসান এবং হোসাইনকে সঙ্গে লইয়া মাঠে আসিলেন এবং তাহাদিগকে বলিলেন, আমি যখন দো'আ পড়িব, তখন তোমরা আমীন, আমীন বলিবে। কিন্তু মিথ্যাবাদী খৃষ্টান পাদ্রীগণ মাঠে মুকাবিলায় আসিতে সাহস পায় নাই। পরে তাহারা বাৎসরিক নির্দিষ্ট অর্থ প্রদানের অঙ্গীকার করিয়া হুযুরের সাথে সন্ধি সম্পাদন করিয়া ফিরিয়া যায় ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৬১৩৫ | মুসলিম বাংলা