মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬১৩৩
তৃতীয় অনুচ্ছেদ - আশারাহ্ মুবাশশারা রাযিয়াল্লাহু আনহুমা-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১৩৩। হযরত আলী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-কে জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলাল্লাহ্! আপনার পর আমরা কাহাকে আমাদের আমীর (খলীফা) নিযুক্ত করিব? উত্তরে তিনি বলিলেনঃ যদি তোমরা আবু বকরকে নিজেদের আমীর নিযুক্ত কর, তখন তাহাকে পাইবে অতি বিশ্বস্ত, আমানতদার, দুনিয়াত্যাগী, আখেরাত প্রত্যাশী। আর তোমরা যদি ওমরকে নিজেদের আমীর নিযুক্ত কর, তখন তাহাকে পাইবে শক্তিশালী, আমানতদার, আল্লাহর বিধান বাস্তবায়নে সে কাহারও তিরস্কারের প্রতি ভূক্ষেপ করিবে না। আর যদি তোমরা আলীকে নিজেদের আমীর নিযুক্ত কর, তবে আমার ধারণা, তোমরা এইরূপ করিবে না, তখন তোমরা তাহাকে সরল পথপ্রদর্শক এবং সঠিক পথের অনুসারী পাইবে, আর তোমাদিগকেও সে সঠিক পথে পরিচালিত করিবে। — আহমদ
وَعَن عَليّ قَالَ: قيل لرَسُول اللَّهِ: مَنْ نُؤَمِّرُ بَعْدَكَ؟ قَالَ: «إِنْ تُؤَمِّرُوا أَبَا بَكْرٍ تَجِدُوهُ أَمِينًا زَاهِدًا فِي الدُّنْيَا رَاغِبًا فِي الْآخِرَةِ وَإِنْ تُؤَمِّرُوا عُمَرَ تَجِدُوهُ قَوِيًّا أَمِينًا لَا يَخَافُ فِي اللَّهِ لَوْمَةَ لَائِمٍ وَإِنْ تُؤَمِّرُوا عَلِيًّا - وَلَا أَرَاكُمْ فَاعِلِينَ - تَجِدُوهُ هَادِيًا مَهْدِيًّا يَأْخُذُ بِكُمُ الطَّرِيقَ الْمُسْتَقِيمَ» . رَوَاهُ أَحْمد
হাদীসের ব্যাখ্যা:
এই হাদীসের দ্বারা প্রমাণিত হয় যে, নবী (ﷺ) তাঁহার জীবদ্দশায় নির্দিষ্টভাবে কাহারও খেলাফতের কথা ঘোষণা করিয়া যান নাই এবং জনগণের মতামতের প্রেক্ষিতে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব তাহাদের উপর অর্পণ করিয়া গিয়াছেন।
