মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬১৩২
তৃতীয় অনুচ্ছেদ - আশারাহ্ মুবাশশারা রাযিয়াল্লাহু আনহুমা-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১৩২। হযরত হোযায়ফা (রাঃ) বলেন, একদা নাজরানবাসীগণ রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট আসিয়া বলিল, ইয়া রাসূলাল্লাহ্। আমাদের জন্য একজন আমানতদার (বিশ্বস্ত) শাসক প্রেরণ করুন। তখন তিনি বলিলেনঃ আমি তোমাদের জন্য একজন অতি বিশ্বস্ত আমানতদার ব্যক্তিকে পাঠাইব। অতঃপর সাহাবীগণ (ঐ পদ লাভের আশায়) অপেক্ষা করিতে লাগিলেন। বর্ণনাকারী বলেন, ইহার পর রাসূলুল্লাহ্ (ﷺ) হযরত আবু ওবায়দা ইবনুল জাররাহকে পাঠাইলেন। —মোত্তাঃ
وَعَن حُذَيْفَة قَالَ: جَاءَ أَهْلُ نَجْرَانَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ ابْعَثْ إِلَيْنَا رَجُلًا أَمِينًا. فَقَالَ: «لَأَبْعَثَنَّ إِلَيْكُمْ رَجُلًا أَمِينًا حَقَّ أَمِينٍ» فَاسْتَشْرَفَ لَهَا الناسُ قَالَ: فَبعث أَبَا عبيدةَ بن الْجراح. مُتَّفق عَلَيْهِ

হাদীসের ব্যাখ্যা:

নাজরান ইয়ামন দেশের একটি বস্তি। যাহা দশম হিজরীতে বিজয় হইয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৬১৩২ | মুসলিম বাংলা