মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬১৩১
তৃতীয় অনুচ্ছেদ - আশারাহ্ মুবাশশারা রাযিয়াল্লাহু আনহুমা-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১৩১। হযরত উম্মে সালামা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)কে তাঁহার বিবিগণকে বলিতে শুনিয়াছি, আমার (ওফাতের) পর যেই ব্যক্তি তোমাদিগকে অঞ্জলি ভরিয়া দান করিবে, সে সাচ্চা (ঈমানদার) এবং নেককার। হে আল্লাহ্ ! তুমি আব্দুর রহমান ইবনে আওফকে জান্নাতের সালসাবিল হইতে পান করাও। –আহমদ
وَعَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لِأَزْوَاجِهِ: «إِنَّ الَّذِي يَحْثُو عَلَيْكُنَّ بَعْدِي هُوَ الصَّادِقُ الْبَارُّ اللَّهُمَّ اسْقِ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ مِنْ سلسبيلِ الجنةِ» . رَوَاهُ أَحْمد
হাদীসের ব্যাখ্যা:
আবদুর রহমানের জন্য এই দো'আর বাক্যটি সম্ভবত হযরত উম্মে সালামার। যেমন পূর্বে বর্ণিত হযরত আয়েশার বর্ণনা হইতে বুঝা গিয়াছে।
