মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬১৩০
তৃতীয় অনুচ্ছেদ - আশারাহ্ মুবাশশারা রাযিয়াল্লাহু আনহুমা-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১৩০। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁহার বিবিগণকে বলিতেন, আমার পর তোমাদের অবস্থা কি হইবে, তাহা আমাকে চিন্তিত রাখে। আর একমাত্র সাবের ও সিদ্দীকগণই তোমাদের ব্যাপারে সবরের পরিচয় দিবে। হযরত আয়েশা (রাঃ) বলেন, অর্থাৎ, [সাবেরীন সিদ্দীকীন দ্বারা নবী (ﷺ) সেই সমস্ত লোদিগকে বুঝাইয়াছেন] যাহারা দান-সদকা করেন। অতঃপর হযরত আয়েশা (রাঃ) আবু সালামা ইবনে আব্দুর রহমানকে বলিলেন, আল্লাহ্ তা'আলা তোমার আব্বাকে বেহেশতের “সালসাবিল” নহর হইতে পরিতৃপ্ত করুন। এই আব্দুর রহমান ইবনে আওফ উম্মাহাতুল মু'মেনীনের জন্য একটি বাগান দান করিয়াছিলেন, যাহা চল্লিশ হাজারে (দীনারে) বিক্রয় হইয়াছে। —তিরমিযী
وَعَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ لِنِسَائِهِ: «إِنَّ أَمْرَكُنَّ مِمَّا يَهُمُّنِي مِنْ بَعْدِي وَلَنْ يَصْبِرَ عَلَيْكُنَّ إِلَّا الصَّابِرُونَ الصِّدِّيقُونَ» قَالَتْ عَائِشَةُ: يَعْنِي الْمُتَصَدِّقِينَ ثُمَّ قَالَتْ عَائِشَةُ لِأَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ سَقَى اللَّهُ أَبَاكَ مِنْ سَلْسَبِيلِ الْجَنَّةِ وَكَانَ ابنُ عوفٍ قَدْ تَصَدَّقَ عَلَى أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ بِحَدِيقَةٍ بِيعَتْ بِأَرْبَعِينَ ألفا. رَوَاهُ التِّرْمِذِيّ
