মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬১২৯
তৃতীয় অনুচ্ছেদ - আশারাহ্ মুবাশশারা রাযিয়াল্লাহু আনহুমা-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১২৯। হযরত সা'দ (রাঃ) বলেন, আমি আমাকে এই অবস্থায় দেখিতে পাইয়াছি যে, আমি ছিলাম ইসলামের তৃতীয় ব্যক্তি। (অর্থাৎ, বিবি খাদীজা ও হযরত আবু বকরের পর আমিই ইসলাম গ্রহণ করিয়াছি।) তিনি আরও বলেন, আমি যেই সময় ইসলাম গ্রহণ করিয়াছি, তখন (ঐ দুইজন ব্যতীত আমার জানামতে) আর কেহই ইসলাম গ্রহণ করে নাই এবং (ইসলাম গ্রহণের পর) সাত দিন পর্যন্ত আমি ইসলামের এক-তৃতীয়াংশ হিসাবে ছিলাম। —বুখারী
وَعَنْ سَعْدٍ قَالَ: رَأَيْتُنِي وَأَنَا ثَالِثُ الْإِسْلَامِ وَمَا أَسْلَمَ أَحَدٌ إِلَّا فِي الْيَوْمِ الَّذِي أَسْلَمْتُ فِيهِ وَلَقَدْ مَكَثْتُ سَبْعَةَ أَيَّامٍ وَإِنِّي لثالث الْإِسْلَام. رَوَاهُ البُخَارِيّ
হাদীসের ব্যাখ্যা:
অন্যান্য লোক যাহারা ইসলাম গ্রহণ করিয়াছেন, তাহারা আমার সাত দিন পরে ইসলাম গ্রহণ করিয়াছেন। ইহার পূর্বে মুসলমান ছিলাম আমরা তিনজন—খাদীজা, আবু বকর ও আমি।
