মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬১১৫
প্রথম অনুচ্ছেদ - আশারাহ্ মুবাশশারা রাযিয়াল্লাহু আনহুমা-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১১৫। হযরত আনাস (রাঃ) বলেন, রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: প্রত্যেক উম্মতেরই একজন আমীন (অতি বিশ্বস্ত ব্যক্তি) থাকে। আর এই উম্মতের সেই আমীন হইলেন, আবু ওবায়দা ইবনুল জাররাহ। মোতাঃ
وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لِكُلِّ أُمَّةٍ أَمِينٌ وَأَمِينُ هَذِهِ الْأُمَّةِ أَبُو عُبَيْدَةَ بْنُ الْجراح. مُتَّفق عَلَيْهِ

হাদীসের ব্যাখ্যা:

বিশ্বস্ততার গুণ অন্যান্য সাহাবীদের মধ্যেও অবশ্যই বিদ্যমান ছিল। তবে তাঁহার মধ্যে উহা ছিল অতি প্রবল, তাই তাঁহাকে এই গুণের বৈশিষ্ট্যে ভূষিত করা হইয়াছে। যেমন, লাজুকতায় ওসমান, বিচারে আলী ইত্যাদি।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৬১১৫ | মুসলিম বাংলা