মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬১১৬
প্রথম অনুচ্ছেদ - আশারাহ্ মুবাশশারা রাযিয়াল্লাহু আনহুমা-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১১৬। হযরত ইবনে আবু মুলায়কা (রহঃ) বলেন, আমি হযরত আয়েশা (রাঃ) হইতে শুনিয়াছি, যখন তাহাকে জিজ্ঞাসা করা হইয়াছিল রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (তাহার জীবদ্দশায়) যদি কাহাকেও খলীফা নিযুক্ত করিয়া যাইতেন, তাহা হইলে কাহাকে নিযুক্ত করিতেন? উত্তরে হযরত আয়েশা (রাঃ) বলিলেন, আবু বকর (রাঃ)-কে। আবার জিজ্ঞাসা করা হইল, আবু বকরের পর কাহাকে। তিনি বলিলেন, ওমর (রাঃ)-কে ? পুনরায় জিজ্ঞাসা করা হইল, আচ্ছা, ওমরের পর কাহাকে ? তিনি বলিলেন, আবু ওবায়দা ইবনুল জাররাহকে। মুসলিম
وَعَن ابْن أبي مليكَة قَالَ: سَمِعْتُ عَائِشَةَ وَسُئِلَتْ: مَنْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُسْتَخْلِفًا لَوِ اسْتَخْلَفَهُ؟ قَالَت: أَبُو بكر. فَقيل: ثُمَّ مَنْ بَعْدَ أَبِي بَكْرٍ؟ قَالَتْ: عُمَرُ. قِيلَ: مَنْ بَعْدَ عُمَرَ؟ قَالَتْ: أَبُو عُبَيْدَةَ بن الْجراح. رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
অর্থাৎ, সাহাবাদের মধ্যে সাধারণত এই ধারণা পোষণ করা হইত যে, হযরত আবু বকর এবং ওমরের পর খেলাফতের জন্য সর্বাপেক্ষা যোগ্য ব্যক্তি হইলেন আবু ওবায়দা ইবনুল জাররাহ্। এই জন্যই হযরত ওমর তাঁহার অন্তিমকালে বলিয়াছিলেন, আজ যদি আবু ওবায়দা জীবিত থাকিতেন, তবে আমি নির্দ্বিধায় তাহাকেই আমার স্থলবর্তী মনোনীত করিয়া যাইতাম।
