মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬১১১
প্রথম অনুচ্ছেদ - আশারাহ্ মুবাশশারা রাযিয়াল্লাহু আনহুমা-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১১১। হযরত যুবায়র (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন: এমন কে আছে, যে বনু কুরায়যা গোত্রে যাইয়া আমাকে তাহাদের তথ্য আনিয়া দিতে পারে। তখন আমি গেলাম। অতঃপর যখন আমি ফিরিয়া আসিলাম, তখন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ' আলাইহি ওয়াসাল্লাম তাহার পিতা-মাতা উভয়কে একত্রে উল্লেখ করিয়া আমার উদ্দেশ্যে বলিলেন, আমার পিতা ও আমার মাতা তোমার জন্য কোরবান। মোত্তাঃ
وَعَنِ الزُّبَيْرِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ يَأْتِي بَنِي قُرَيْظَةَ فَيَأْتِينِي بِخَبَرِهِمْ؟» فَانْطَلَقْتُ فَلَمَّا رَجَعْتُ جَمَعَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبَوَيْهِ فَقَالَ: «فَدَاكَ أَبِي وَأُمِّي» . مُتَّفَقٌ عَلَيْهِ
হাদীসের ব্যাখ্যা:
বনু কুরায়যা খন্দক যুদ্ধের সময় বিদ্রোহী হইয়া উঠিয়াছিল। তাহাদের তৎপরতা ও প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানার জন্য নবী (ﷺ) তাহাকে পাঠান।
