মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬১১০
প্রথম অনুচ্ছেদ - আশারাহ্ মুবাশশারা রাযিয়াল্লাহু আনহুমা-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১১০। হযরত জাবের (রাঃ) বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহযাব (খন্দক যুদ্ধের সময় বলিলেন এমন কে আছে, যে শত্রুদলের তথ্য আনিয়া আমাকে দিতে পারে? তখন হযরত যুবায়র বলিলেন, "আমি।” অতঃপর নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, প্রত্যেক নবীর "হাওয়ারী" থাকে। নিশ্চয়ই যুবায়র আমার হাওয়ারী। —মোত্তাঃ
وَعَنْ جَابِرٍ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ يَأْتِينِي بِخَبَرِ الْقَوْمِ يَوْمَ الْأَحْزَابِ؟» قَالَ الزُّبَيْرُ: أَنَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ لِكُلِّ نَبِيٍّ حَوَارِيَّاً وحَوَاريَّ الزبيرُ» مُتَّفق عَلَيْهِ
হাদীসের ব্যাখ্যা:
حواري সাহায্যকারী, অন্তরঙ্গ বন্ধু ও নিবেদিতপ্রাণ অর্থে ব্যবহৃত হয়। কোরআন মজীদে হযরত ঈসা (আঃ)-এর সাহায্যকারীগণকে হাওয়ারী বলা হইয়াছে।
