মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬১০৯
প্রথম অনুচ্ছেদ - আশারাহ্ মুবাশশারা রাযিয়াল্লাহু আনহুমা-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১০৯। হযরত কায়স ইবনে আবু হাযেম (রাঃ) বলেন, আমি হযরত তালহা (রাঃ)-এর ঐ হাতখানা অবশ অবস্থায় দেখিয়াছি, যেই হাত দ্বারা তিনি ওহুদের দিন নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে (কাফেরদের আক্রমণ হইতে) রক্ষা করিয়াছিলেন। বুখারী
وَعَن قيس بن حازِم قَالَ: رَأَيْتُ يَدَ طَلْحَةَ شَلَّاءَ وَقَى بِهَا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ أُحُدٍ. رَوَاهُ البُخَارِيّ
