মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬১০৭
তৃতীয় অনুচ্ছেদ -আলী ইবনু আবু ত্বালিব (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১০৭। হযরত আলী (রাঃ) বলেন, একবার আমি অসুস্থ ছিলাম। এই সময় রাসূলুল্লাহ্ (ﷺ) আমার নিকট দিয়া অতিক্রম করিলেন। তখন আমি বলিতেছিলাম, হে আল্লাহ্! যদি আমার হায়াত শেষ হইয়া যায়, তবে আমাকে মৃত্যু দিয়া রোগযন্ত্রণা হইতে শান্তি দান কর। আর যদি হায়াত থাকে, তাহা হইলে শান্তির জীবন দান কর। আর ইহা যদি আমার জন্য পরীক্ষা হয়, তবে ধৈর্যধারণের তৌফীক দাও। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ তুমি কিরূপে বলিয়াছিলে? তখন তিনি যাহা বলিয়াছিলেন তাহার পুনরাবৃত্তি করিলেন। তখন হুযূর তাহাকে নিজের পা দ্বারা টোকা দিয়া বলিলেন, হে আল্লাহ্! তাহাকে শান্তি দান কর অথবা বলিয়াছেন, নিরাময় দান কর। রাবীর সন্দেহ। আলী (রাঃ) বলেন, ইহার পর আর আমি কখনও এই রোগে ভুগি নাই। —তিরমিযী, আর তিনি বলিয়াছেন, হাদীসটি হাসান, সহীহ।
وَعَنْهُ قَالَ: كُنْتُ شَاكِيًا فَمَرَّ بِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا أَقُولُ: اللَّهُمَّ إِنْ كَانَ أَجَلِي قَدْ حَضَرَ فَأَرِحْنِي وَإِن كَانَ متأخِّراً فارفَعْني وَإِنْ كَانَ بَلَاءً فَصَبِّرْنِي. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَيْفَ قُلْتَ؟» فَأَعَادَ عَلَيْهِ مَا قَالَ فَضَرَبَهُ بِرِجْلِهِ وَقَالَ: «اللَّهُمَّ عَافِهِ - أَوِ اشْفِهِ -» شَكَّ الرَّاوِي قَالَ: فَمَا اشْتَكَيْتُ وَجَعِي بَعْدُ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ
