মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬১০৬
তৃতীয় অনুচ্ছেদ -আলী ইবনু আবু ত্বালিব (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১০৬। হযরত আলী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট আমার এমন একটি বিশেষ মর্যাদা ছিল, যাহা মাখলুকের মধ্যে আর কাহারও জন্য ছিল না। আমি সেহরীর প্রথমভাগে তাঁহার নিকট আসিতাম এবং বাহিরে দাঁড়াইয়া বলিতাম, “আসসালামু আলাইকা ইয়া নাবীয়াল্লাহ্।” অতঃপর যদি তিনি (সালামের জওয়াব না দিয়া) গলা খাকুাইতেন, তখন আমি নিজ ঘরে ওয়াপেস চলিয়া যাইতাম (বুঝিতাম, তিনি কোন কাজে ব্যস্ত আছেন, এখন প্রবেশের অনুমতি নাই।) অন্যথায় তাঁহার নিকট প্রবেশ করিতাম। —নাসায়ী
وَعَن عَليّ قَالَ: كَانَتْ لِي مَنْزِلَةٌ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ تَكُنْ لِأَحَدٍ مِنَ الْخَلَائِقِ آتِيهِ بِأَعْلَى سَحَرٍ فَأَقُولُ: السَّلَامُ عَلَيْكَ يَا نَبِيَّ اللَّهِ فَإِنْ تَنَحْنَحَ انْصَرَفْتُ إِلَى أَهْلِي وَإِلَّا دَخَلْتُ عَلَيْهِ. رَوَاهُ النَّسَائِيُّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৬১০৬ | মুসলিম বাংলা