মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬১০৫
তৃতীয় অনুচ্ছেদ -আলী ইবনু আবু ত্বালিব (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১০৫। হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) মসজিদে নববীর অভ্যন্তরের দিকে আলীর ঘরের দরজা ব্যতীত অন্যান্য সকলের দরজা বন্ধ করিয়া দেওয়ার জন্য নির্দেশ দেন। —তিরমিযী, আর তিনি বলিয়াছেন, হাদীসটি গরীব।
وَعَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِسَدِّ الْأَبْوَابِ إِلَّا بَابَ عَلِيٍّ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ
হাদীসের ব্যাখ্যা:
অপর রেওয়ায়তে আছে, নবী (ﷺ) বলিয়াছেন, আবু বকরের ঘরের দরজা ব্যতীত অন্যান্য সকলের দরজা বন্ধ করিয়া দেওয়া হউক। উহা নবী (ﷺ) ওফাতের রোগশয্যায় বলিয়াছেন। সুতরাং ইবনে আব্বাসের হাদীসে পূর্বেকার কোন এক সময়ের ঘটনা বর্ণিত হইয়াছে।
