মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬১০৪
তৃতীয় অনুচ্ছেদ -আলী ইবনু আবু ত্বালিব (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১০৪। হযরত বুরায়দা (রাঃ) বলেন, হযরত আবু বকর এবং ওমর [(রাঃ) একজনের পর আরেকজন রাসূল দুহিতা] হযরত ফাতেমাকে বিবাহ করিবার জন্য পয়গাম দিয়াছিলেন। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ সে ছোট। (অর্থাৎ, তাহাদের বয়সের তুলনায়।) অতঃপর যখন আলী (রাঃ) পয়গাম পাঠাইলেন, তখন তিনি ফাতেমাকে তাঁহার সহিত বিবাহ দিলেন। — নাসায়ী
وَعَن بُرَيْدَة قَالَ: خطب أبي بَكْرٍ وَعُمَرُ فَاطِمَةَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّهَا صَغِيرَةٌ» ثُمَّ خَطَبَهَا عليٌّ فزوَّجها مِنْهُ. رَوَاهُ النَّسَائِيّ
