মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬১০৩
তৃতীয় অনুচ্ছেদ -আলী ইবনু আবু ত্বালিব (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১০৩। হযরত বারা ইবনে আযেব ও যায়দ ইবনে আরকাম (রাঃ) হইতে বর্ণিত, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) যখন খোম নামক স্থানে ঝিলের কাছে অবতরণ করিলেন, (উহা মক্কা-মদীনার মধ্যবর্তী একটি জায়গার নাম,) তখন তিনি হযরত আলী (রাঃ)-এর হাত ধরিয়া বলিলেনঃ ইহা কি তোমরা জান না, আমি মু'মিনদের নিকট তাহাদের প্রাণ অপেক্ষা অধিক প্রিয়? লোকেরা বলিল, হ্যাঁ। তিনি আবার বলিলেন, তোমরা কি জান না, আমি প্রত্যেক মু'মিনের কাছে তাহার প্রাণ অপেক্ষা অধিক প্রিয়? তাহারা বলিল, হ্যাঁ। তখন তিনি বলিলেন, ইয়া আল্লাহ্! আমি যাহার বন্ধু আলীও তাহার বন্ধু। (তারপর তিনি এই দো'আ করিলেন, ) হে আল্লাহ্! যেই ব্যক্তি আলীকে ভালবাসে তুমিও তাহাকে ভালবাস। আর যে ব্যক্তি তাহাকে শত্রু ভাবে, তুমিও তাহার সহিত শত্রুতা পোষণ কর। (বর্ণনাকারী বলেন,) ইহার পর যখন হযরত আলী (রাঃ)-এর সহিত হযরত ওমর (রাঃ)-এর সাক্ষাৎ হয়, তখন তিনি তাঁহাকে বলিলেন, ধন্যবাদ হে আবু তালিবের পুত্র! তুমি সকালসন্ধ্যা (অর্থাৎ, সর্বসময়) প্রতিটি ঈমানদার নারী-পুরুষের বন্ধু হইয়াছ । —আহমদ
وَعَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ وَزَيْدِ بْنِ أَرْقَمَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا نَزَلَ بِغَدِيرِ خُمٍّ أَخَذَ بِيَدِ عَلِيٍّ فَقَالَ: «أَلَسْتُمْ تَعْلَمُونَ أَنِّي أَوْلَى بِالْمُؤْمِنِينَ مِنْ أَنْفُسِهِمْ؟» قَالُوا: بَلَى قَالَ: «أَلَسْتُمْ تَعْلَمُونَ أَنِّي أَوْلَى بِكُلِّ مُؤْمِنٍ مِنْ نَفْسِهِ؟» قَالُوا: بَلَى قَالَ: «اللَّهُمَّ مَنْ كُنْتُ مَوْلَاهُ فَعَلِيٌّ مَوْلَاهُ اللَّهُمَّ وَالِ مَنْ وَالَاهُ وَعَادِ مَنْ عَادَاهُ» . فَلَقِيَهُ عُمَرُ بَعْدَ ذَلِكَ فَقَالَ لَهُ: هَنِيئًا يَا ابْنَ أَبِي طَالِبٍ أَصْبَحْتَ وَأَمْسَيْتَ مَوْلَى كلَّ مُؤمن ومؤمنة. رَوَاهُ أَحْمد
