মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬০৯৮
দ্বিতীয় অনুচ্ছেদ -আলী ইবনু আবু ত্বালিব (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০৯৮। হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) হযরত আলী (রাঃ)-কে লক্ষ্য করিয়া বলিলেনঃ হে আলী ! আমি ও তুমি ব্যতীত এই মসজিদে জুনুবী (অর্থাৎ, নাপাকী) অবস্থায় অন্য কাহারও প্রবেশ করা জায়েয নাই। (অধস্তন বর্ণনাকারী) আলী ইবনুল মুনযির বলেন, আমি যারার ইবনে সুরাদকে হাদীসটির তাৎপর্য জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেন, নাপাকী অবস্থায় আমি ও তুমি ব্যতীত অন্য কাহারও জন্য এই মসজিদের উপর দিয়া পথ অতিক্রম করা জায়েয নাই। —তিরমিযী, আর তিনি বলিয়াছেন, হাদীসটি হাসান ও গরীব।
وَعَنْ أَبِي سَعِيدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِعَلِيٍّ: «يَا عَلِيُّ لَا يَحِلُّ لِأَحَدٍ يُجْنِبُ فِي هَذَا الْمَسْجِدِ غَيْرِي وَغَيْرَكَ» قَالَ عَلِيُّ بْنُ الْمُنْذِرِ: فَقُلْتُ لِضِرَارِ بْنِ صُرَدٍ: مَا مَعْنَى هَذَا الْحَدِيثِ؟ قَالَ: لَا يَحِلُّ لِأَحَدٍ يَسْتَطْرِقُهُ جُنُبًا غَيْرِي وَغَيْرَكَ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ

হাদীসের ব্যাখ্যা:

নবী (ﷺ) ও হযরত আলীর ঘরের দরজা মসজিদের দিকেই খোলা ছিল, কাজেই মসজিদের অভ্যন্তর হইয়া যাতায়াতে তাঁহারা বাধ্য ছিলেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৬০৯৮ | মুসলিম বাংলা