মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬০৯৯
দ্বিতীয় অনুচ্ছেদ -আলী ইবনু আবু ত্বালিব (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০৯৯। হযরত উম্মে আতিয়্যা (রাঃ) বলেন, একবার রাসূলুল্লাহ্ (ﷺ) কোন এক অভিযানে সেনাদল পাঠাইলেন। তাহাদের মধ্যে আলীও ছিলেন। উম্মে আতিয়্যা বলেন, সেনাদল পাঠাইবার পর রাসূলুল্লাহ্ (ﷺ)কে আমি দুই হাত তুলিয়া এইভাবে দো'আ করিতে শুনিয়াছি,— তিনি বলিতেছেনঃ ইয়া আল্লাহ্! আলীকে পুনরায় আমাকে না দেখাইবার পূর্ব পর্যন্ত তুমি আমার মৃত্যু দান করিও না। —তিরমিযী
وَعَن أم عطيَّة قَالَتْ: بَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَيْشًا فِيهِمْ عَلِيٌّ قَالَتْ: فَسَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ رَافِعٌ يَدَيْهِ يَقُولُ: «اللَّهُمَّ لَا تُمِتْنِي حَتَّى تُرِيَنِي عليّاً» . رَوَاهُ التِّرْمِذِيّ
