মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬০৯৭
দ্বিতীয় অনুচ্ছেদ -আলী ইবনু আবু ত্বালিব (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০৯৭। হযরত জাবের (রাঃ) বলেন, তায়েফের যুদ্ধের দিন রাসূলুল্লাহ্ (ﷺ) হযরত আলী (রাঃ)-কে কাছে ডাকিয়া (দীর্ঘক্ষণ) চুপে চুপে কিছু কথা বলিলেন। (কথা বলিতে দেরী হইতেছে দেখিয়া) লোকেরা বলিলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যে তাঁহার চাচার পুত্রের সহিত দীর্ঘক্ষণ পর্যন্ত চুপে চুপে কথাই বলিতেছেন! (তাহাদের এই মন্তব্য শুনিয়া) রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ চুপে চুপে আমি কথা বলি নাই; বরং স্বয়ং আল্লাহ্ই তাহার সহিত চুপে চুপে কথা বলিয়াছেন। —তিরমিযী
وَعَنْ جَابِرٍ قَالَ: دَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلِيًّا يَوْمَ الطَّائِفِ فَانْتَجَاهُ فَقَالَ النَّاسُ: لَقَدْ طَالَ نَجْوَاهُ مَعَ ابْنِ عَمِّهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا انْتَجَيْتُهُ وَلَكِنَّ اللَّهَ انْتَجَاهُ» . رَوَاهُ التِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, আমি স্বেচ্ছায় এইভাবে কথা বলি নাই; বরং আল্লাহর নির্দেশেই তাঁহার গোপন বাণী গোপনে তাহাকে শুনাইয়াছি।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৬০৯৭ | মুসলিম বাংলা