মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬০৯৬
দ্বিতীয় অনুচ্ছেদ -আলী ইবনু আবু ত্বালিব (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০৯৬। হযরত আলী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আমি জ্ঞানের গৃহ আর আলী হইলেন সেই গৃহের দ্বার। —তিরমিযী, আর তিনি বলিয়াছেন, হাদীসটি গরীব। তিনি আরও বলিয়াছেন, কোন কোন রাবী হাদীসটি শারীক নামক রাবী হইতে বর্ণনা করিয়াছেন। তাহারা উহাতে সুনাবেহী রাবীর নাম উল্লেখ করেন নাই এবং শারীক ব্যতীত অন্য কোন নির্ভরযোগ্য রাবী হইতে এই হাদীস আমরা জানিতে পারি নাই।
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَا دَارُ الْحِكْمَةِ وَعَلِيٌّ بَابُهَا» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ وَقَالَ: رَوَى بَعْضُهُمْ هَذَا الْحَدِيثَ عَنْ شَرِيكٍ وَلَمْ يَذْكُرُوا فِيهِ عَنِ الصُّنَابِحِيِّ وَلَا نَعْرِفُ هَذَا الْحَدِيثَ عَنْ أَحَدٍ مِنَ الثِّقَاتِ غَيْرَ شَرِيكٍ
হাদীসের ব্যাখ্যা:
নবী (ﷺ) অপর হাদীসে বলিয়াছেন, আমি এলমের শহর। হযরত আলীকে উহার দ্বার বলার উদ্দেশ্য তাঁহার এলম ও জ্ঞানের বিশেষ স্বীকৃতি। অন্যথায় সমস্ত সাহাবায়ে কেরামকেও এলমের দ্বার বলা যায়। অন্য এক হাদীসে আলী (রাঃ) সম্পর্কে নবী (ﷺ) ইহাও বলিয়াছেন — اقضى هم على অর্থাৎ, সাহাবীদের মধ্যে আলী হইলেন সূক্ষ্ম ও সঠিক বিচারক।
