মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬০৮১
তৃতীয় অনুচ্ছেদ - উসমান (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০৮১। হযরত ওসমান (রাঃ)-এর আযাদকৃত গোলাম আবু সাহলা বলেন, একদা নবী (ﷺ) হযরত ওসমানকে চুপে চুপে কিছু কথা বলিতেছিলেন, আর হযরত ওসমানের চেহারার রং বিবর্ণ হইতে লাগিল। অতঃপর যখন গৃহের (অবরোধের ঘটনার) দিন আসিল, তখন আমরা বলিলাম, আমরা কি উহাদের বিরুদ্ধে লড়াই করিব না? জওয়াবে তিনি বলিলেন ; না। কেননা, রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে একটি অসিয়ত করিয়াছেন, সুতরাং আমি তদনুযায়ী ধৈর্য্যধারণ করিয়া অবিচল থাকিব।
وَعَن أبي سلهة مولى عُثْمَان رَضِي الله عَنْهُمَا قَالَ: جَعَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُسِرُّ إِلَى عُثْمَانَ وَلَوْنُ عُثْمَانَ يَتَغَيَّرُ فَلَمَّا كَانَ يَوْم الدَّار قُلْنَا: أَلا نُقَاتِل؟ قَالَ: لَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَهِدَ إِلَيَّ أَمْرًا فَأَنَا صَابِرٌ نَفسِي عَلَيْهِ

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, সেইদিন রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে অসিয়ত করিয়াছিলেন যে, লোকেরা আমাকে “খেলাফতের জামা” পরিত্যাগ করিতে বাধ্য করিবে; কিন্তু আমি যেন উহা পরিত্যাগ না করি এবং তাহাদের সহিত লড়াইও যেন না করি ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৬০৮১ | মুসলিম বাংলা