মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬০৭৬
দ্বিতীয় অনুচ্ছেদ - উসমান (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০৭৬। হযরত মুররাহ ইবনে কা'ব (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)কে একদা ফেতনা সম্পর্কে আলোচনা করিতে শুনিয়াছি। আর উহা যে অতি নিকটবর্তী তিনি তাহাও বর্ণনা করিয়াছেন। (তিনি এই বিষয়ে কথাবার্তা বলিতেছিলেন—) এমন সময় এক ব্যক্তি মাথার উপর কাপড় ঢালিয়া সেই পথে যাইতেছিলেন। তখন তিনি সেই ব্যক্তির দিকে ইংগিত করিয়া বলিলেন, ঐ যে লোকটি যাইতেছে, সে ঐ ফেতনার দিনে সঠিক পথের উপর থাকিবে। (বর্ণনাকারী মুররাহ বলেন,) রাসূলুল্লাহ্ (ﷺ)-এর এই কথা শুনিয়া আমি লোকটির দিকে গেলাম। দেখিলাম, তিনি হযরত ওসমান ইবনে আফ্ফান। অতঃপর আমি ওসমানের চেহারাখানি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর দিকে ফিরাইয়া বলিলাম, ইনিই কি তিনি? তিনি বলিলেন, হ্যাঁ। —তিরমিযী ও ইবনে মাজাহ্ এবং তিরমিযী বলিয়াছেন, হাদীসটি হাসান ও সহীহ।
وَعَن مرّة بن كَعْب قَالَ: سَمِعْتُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَذكر الْفِتَن فقر بهَا فَمَرَّ رَجُلٌ مُقَنَّعٌ فِي ثَوْبٍ فَقَالَ: «هَذَا يَوْمئِذٍ على هدى» فَقُمْتُ إِلَيْهِ فَإِذَا هُوَ عُثْمَانُ بْنُ عَفَّانَ. قَالَ: فَأَقْبَلْتُ عَلَيْهِ بِوَجْهِهِ. فَقُلْتُ: هَذَا؟ قَالَ: «نَعَمْ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيث حسن صَحِيح
