মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬০৫৪
তৃতীয় অনুচ্ছেদ - উমার ফারূক (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০৫৪। হযরত আসলাম (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, ইবনে ওমর (রাঃ) আমাকে তাঁহার অর্থাৎ, হযরত ওমর (রাঃ)-এর বৈশিষ্ট্য সম্পর্কে জিজ্ঞাসা করিলেন, তখন আমি তাঁহাকে বলিলাম, রাসুলুল্লাহ্ (ﷺ)-এর ওফাতের পর আমি ওমর (রাঃ) অপেক্ষা দ্বীনের কাজে অধিক অবিচল ও সঠিক কর্মপরায়ণ আর কোন ব্যক্তিকে দেখি নাই। তিনি তাঁহার শেষ বয়স পর্যন্ত একই অবস্থায় প্রতিষ্ঠিত রহিয়াছেন। —বুখারী
وَعَن أسلم قَالَ: سَأَلَنِي ابْنُ عُمَرَ بَعْضَ شَأْنِهِ - يَعْنِي عُمَرَ - فَأَخْبَرْتُهُ فَقَالَ: مَا رَأَيْتُ أَحَدًا قَطُّ بَعْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ حِينِ قُبِضَ كَانَ أَجَدَّ وَأَجْوَدَ حَتَّى انْتهى من عمر. رَوَاهُ البُخَارِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৬০৫৪ | মুসলিম বাংলা