মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬০৪৯
দ্বিতীয় অনুচ্ছেদ - উমার ফারূক (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০৪৯। হযরত আয়েশা (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) বসা ছিলেন। এমন সময় আমরা ছোট ছোট ছেলে-মেয়েদের শোরগোল ও হৈ চৈ শুনিতে পাইলাম। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) উঠিয়া সেইদিকে গেলেন। তিনি গিয়া দেখিলেন, এক হাবশী (সুদানী) বালিকা নাচিতেছে। আর ছেলে-মেয়েরা তাহাকে ঘিরিয়া তামাশা দেখিতেছে। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ হে আয়েশা! এদিকে আস এবং (তামাশা) দেখ! (হযরত আয়েশা বলেন,) সুতরাং আমি গেলাম এবং আমার থুতনি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাঁধের উপর রাখিয়া তাঁহার কাঁধ ও মাথার মধ্যখান দিয়া ঐ বালিকাটির নাচ দেখিতে লাগিলাম। কিছুক্ষণ পরে তিনি আমাকে বলিলেন, তোমার কি তৃপ্তি হয় নাই, তোমার কি তৃপ্তি হয় নাই? আমি বলিতে লাগিলাম, না। আমার এই “না” বলার উদ্দেশ্য ছিল, দেখি তাঁহার অন্তরে আমার স্থান কতটুকু আছে। ঠিক এমন সময় হঠাৎ ওমর (রাঃ) সেখানে উপস্থিত হইলেন। ওমরকে দেখামাত্রই লোকজন তাঁহার নিকট হইতে এদিক-সেদিক সরিয়া পড়িল, তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেন, আমি দেখিতেছি, জিন ও ইনসানের শয়তানগুলি ওমরের ভয়ে পলায়ন করিয়াছে। হযরত আয়েশা বলেন, অতঃপর আমি ফিরিয়া আসিলাম। – তিরমিযী, আর তিনি বলিয়াছেন, হাদীসটি হাসান, সহীহ্ ও গরীব।
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَالِسًا فَسَمِعْنَا لَغَطًا وَصَوْتَ صِبْيَانٍ. فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِذَا حَبَشِيَّةٌ تَزْفِنُ وَالصِّبْيَانُ حَوْلَهَا فَقَالَ: «يَا عَائِشَةُ تَعَالَيْ فَانْظُرِي» فَجِئْتُ فَوَضَعْتُ لَحْيَيَّ عَلَى مَنْكِبِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَعَلْتُ أَنْظُرُ إِلَيْهَا مَا بَيْنَ الْمَنْكِبِ إِلَى رَأْسِهِ. فَقَالَ لِي: «أَمَا شَبِعْتِ؟ أَمَا شَبِعْتِ؟» فَجَعَلْتُ أَقُولُ: لَا لِأَنْظُرَ مَنْزِلَتِي عِنْدَهُ إِذ طلع عمر قَالَت فَارْفض النَّاس عَنْهَا. قَالَتْ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنِّي لأنظر إِلَى شَيَاطِينِ الْإِنْسِ وَالْجِنِّ قَدْ فَرُّوا مِنْ عُمَرَ» قَالَتْ: فَرَجَعْتُ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيب
হাদীসের ব্যাখ্যা:
ইহা কোন নৃত্য অনুষ্ঠান ছিল না, যাহা শরীআতের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম; বরং ছোট ছোট বালক-বালিকাদের নিছক আনন্দমুখর সমাবেশ ছিল। তাই হুযূর (ﷺ) নিজেও দেখিয়াছেন এবং আয়েশাকেও দেখাইয়াছেন; কিন্তু ইহাতে বাড়াবাড়ি এবং অভ্যাসে পরিণত হইয়া নিষিদ্ধ পর্যায়ে পৌঁছিতে পারে বিধায় ইহাকে শয়তানী কাজ বলিয়া আখ্যায়িত করা হইয়াছে এবং এই কারণেই হযরত ওমর (রাঃ)-ও তাহা পছন্দ করিতেন না।
