মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬০৪৮
দ্বিতীয় অনুচ্ছেদ - উমার ফারূক (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০৪৮। হযরত বুরায়দা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) কোন এক যুদ্ধে বাহির হইলেন, তিনি যখন ফিরিয়া আসিলেন, তখন এক হাবশী মেয়ে আসিয়া বলিল, ইয়া রাসূলাল্লাহ্! আমি মান্নত করিয়াছিলাম, আল্লাহ্ তা'আলা যদি আপনাকে সহীহ্ সালামতে ফিরাইয়া আনেন, তবে আমি দফ বাজাইয়া আপনার সম্মুখে গান গাহিব। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাহাকে বলিলেনঃ যদি তুমি এইরূপ মান্নত করিয়াই থাক, তবে দফ বাজাইতে পার। অন্যথা তাহা করিও না। অতঃপর সে দফ্ বাজাইতে লাগিল। ইত্যবসরে হযরত আবু বকর তথায় প্রবেশ করিলেন, আর মেয়েটি দফ্ বাজাইতেই রহিল। তারপর হযরত আলী আসিলেন, তখনও সে দফ্ বাজাইতেই রহিল, অতঃপর হযরত ওসমান আসিলেন, অথচ সে তখনও দফ্ বাজাইতে রহিল, কিন্তু তারপর যখন হযরত ওমর প্রবেশ করিলেন, তখন সে দফ বাজান বন্ধ করিয়া দটি নিজের নিতম্বের নীচে রাখিয়া দিল এবং উহার উপর বসিয়া পড়িল। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেন, হে ওমর শয়তান তোমাকে ভয় করে। আমি বসা ছিলাম, আর মেয়েটি দফ্ বাজাইতে লাগিল। অতঃপর আবু বকর আসিলেন, তারপর আলী আসিলেন, পরে ওসমান আসিলেন, অথচ সে অনবরত দফ বাজাইতেছিল। আর হে ওমর। তুমি যখন প্রবেশ করিলে, তখন সে দফ্টি ফেলিয়া দেয়। —তিরমিযী, আর তিনি বলিয়াছেন, হাদীসটি হাসান, সহীহ্ ও গরীব।
وَعَن بُرَيْدَة قَالَ: خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ مَغَازِيهِ فَلَمَّا انْصَرَفَ جَاءَتْ جَارِيَةٌ سَوْدَاءُ. فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي كنتُ نذرت إِن ردك الله سالما أَنْ أَضْرِبَ بَيْنَ يَدَيْكَ بِالدُّفِّ وَأَتَغَنَّى. فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنْ كُنْتِ نَذَرْتِ فَاضْرِبِي وَإِلَّا فَلَا» فَجَعَلَتْ تَضْرِبُ فَدَخَلَ أَبُو بَكْرٍ وَهِيَ تَضْرِبُ ثُمَّ دَخَلَ عَلِيٌّ وَهِيَ تَضْرِبُ ثُمَّ دَخَلَ عُثْمَانُ وَهِيَ تَضْرِبُ ثُمَّ دَخَلَ عُمَرُ فَأَلْقَتِ الدُّفَّ تَحْتَ اسْتِهَا ثُمَّ قَعَدَتْ عَلَيْهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الشَّيْطَانَ لَيَخَافُ مِنْكَ يَا عُمَرُ إِنِّي كُنْتُ جَالِسًا وَهِيَ تَضْرِبُ فَدَخَلَ أَبُو بَكْرٍ وَهِيَ تَضْرِبُ ثُمَّ دَخَلَ عَلِيٌّ وَهِيَ تَضْرِبُ ثُمَّ دَخَلَ عُثْمَانُ وَهِيَ تَضْرِبُ فَلَمَّا دَخَلْتَ أَنْتَ يَا عُمَرُ أَلْقَتِ الدُّفَّ» . رَوَاهُ التِّرْمِذِيُّ. وَقَالَ: هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيب
হাদীসের ব্যাখ্যা:
“দফ” ঢোলের ন্যায় এক প্রকার বাদ্যযন্ত্র। তবে পার্থক্য এইটুকু যে, উহার এক মুখ বন্ধ এবং অপর মুখ খোলা। ইহা বিশেষ ক্ষেত্রে যথা—ঈদের খুশী, বিবাহের ঘোষণার জন্য বাজান জায়েয। এখানে শয়তান বলিয়া মেয়েটির প্রতি ইংগিত করা হইয়াছে। যেহেতু তাহার এই কাজে শয়তান খুশী হইতে পারে। মেয়েটি নযর ও মান্নত করিয়াছে বিধায় দফ বাজানোর অনুমতি দেওয়া হইয়াছে। আর হযরত ওমর (রাঃ) এই ব্যাপারে খুব কঠোর ছিলেন। তাই মেয়েটি তাঁহার ভয়ে দফ্ বাজান বন্ধ করিয়া উহা লুকাইয়া ফেলিয়াছিল।
