মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬০৪৭
দ্বিতীয় অনুচ্ছেদ - উমার ফারূক (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০৪৭। হযরত উকবা ইবনে আমের (রাঃ) বলেন, নবী (ﷺ) বলিয়াছেনঃ আমার পরে যদি কেহ নবী হইতেন, তাহা হইলে ওমর ইবনুল খাত্তাবই হইতেন। —তিরমিযী, আর তিনি বলিয়াছেন, হাদীসটি গরীব।
وَعَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لوكان بَعْدِي نَبِيٌّ لَكَانَ عُمَرَ بْنَ الْخَطَّابِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ. وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, ওমরের মুখ দিয়া এমন সঠিক ও নির্ভুল সত্য কথা বাহির হয়, যাহা নবীদের স্বভাবের সদৃশ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৬০৪৭ | মুসলিম বাংলা