মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬০৪৬
দ্বিতীয় অনুচ্ছেদ - উমার ফারূক (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০৪৬। হযরত জাবের (রাঃ) বলেন, একদা হযরত ওমর (রাঃ) হযরত আবু বকর (রাঃ)-কে সম্বোধন করিয়া বলিলেন, হে সর্বোত্তম মানুষ রাসূলুল্লাহ্ (ﷺ)-এর পর! তখন আবু বকর (রাঃ) বলিলেন, যদি তুমি আমার সম্পর্কে এই কথা বল, তবে তুমি জানিয়া রাখ যে, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)কে বলিতে শুনিয়াছি, ওমর অপেক্ষা উত্তম কোন ব্যক্তির উপর সূর্য উদিত হয় নাই। —তিরমিযী এবং তিনি বলিয়াছেন, হাদীসটি গরীব।
وَعَنْ جَابِرٍ قَالَ: قَالَ عُمَرُ لِأَبِي بَكْرٍ: يَا خَيْرَ النَّاسِ بَعْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَقَالَ أَبُو بَكْرٍ: أَمَا إِنَّكَ إِنْ قُلْتَ ذَلِكَ فَلَقَدْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَا طَلَعَتِ الشَّمْسُ عَلَى رَجُلٍ خَيْرٍ مِنْ عُمَرَ» رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ
