মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬০৪৫
দ্বিতীয় অনুচ্ছেদ - উমার ফারূক (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০৪৫। হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) দো'আ করিয়াছিলেন, “হে আল্লাহ্ ! আবু জাহল ইবনে হিশাম অথবা ওমর ইবনুল খাত্তাব দ্বারা তুমি ইসলামকে শক্তিশালী কর।” এই দো'আর পর দিন ভোরে ওমর নবী (ﷺ)-এর খেদমতে হাযির হইয়া ইসলাম গ্রহণ করিলেন। ইহার পর নবী (ﷺ) মসজিদে (মসজিদুল হারামে) প্রকাশ্যে নামায পড়িয়াছেন। – আহমদ ও তিরমিযী
وَعَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «اللَّهُمَّ أَعِزَّ الْإِسْلَامَ بِأَبِي جَهْلِ بْنِ هِشَامٍ أَوْ بِعُمَرَ بْنِ الْخَطَّابِ» فَأَصْبَحَ عُمَرُ فَغَدَا عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَسْلَمَ ثُمَّ صَلَّى فِي الْمَسْجِدِ ظَاهرا. رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ
হাদীসের ব্যাখ্যা:
ইতিহাস সাক্ষী; সর্বকালে, সর্বযুগে বিত্তবান প্রভাবশালী লোকেরাই সত্য ও ন্যায়ের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করিয়াছে। মক্কার আবু জাহল ও ওমর—এই দুই প্রভাবশালী ব্যক্তিই ছিল ইসলামের অন্তরায়। সাধারণ মানুষগুলি ছিল এই দুই নেতার হাতের ক্রীড়নক। নবী (ﷺ)-এর দো'আয় ওমরের ইসলাম গ্রহণ সেই বাধার প্রাচীরকে চূর্ণ-বিচূর্ণ করিয়া দেয়।
