মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬০৪৪
দ্বিতীয় অনুচ্ছেদ - উমার ফারূক (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০৪৪। হযরত আলী (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমরা ইহা অসম্ভব মনে করিতাম না যে, ফিরিশতা (আল্লাহর পক্ষ হইতে) হযরত ওমরের মুখে কথা বলিয়া থাকেন। —বায়হাকী দালায়েলুন নবুওত গ্রন্থে
وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: مَا كُنَّا نُبْعِدُ أَنَّ السَّكِينَةَ تَنْطِقُ عَلَى لِسَانِ عمر. رَوَاهُ الْبَيْهَقِيّ فِي «دَلَائِل النُّبُوَّة»
