মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬০৩৯
প্রথম অনুচ্ছেদ - উমার ফারূক (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০৩৯। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলিতে শুনিয়াছি, একদা আমি ঘুমে ছিলাম, তখন দেখিলাম, আমার কাছে একটি দুধের পাত্র আনা হইয়াছে। তখন আমি উহা এত পরিতৃপ্ত হইয়া পান করিলাম যে, আমি লক্ষ্য করিলাম, তৃপ্তি যেন আমার নখগুলি হইতে বাহির হইতেছে। অতঃপর আমি পাত্রের অবশিষ্ট দুধ ওমর ইবনুল খাত্তাবকে (পান করিতে) দিলাম। সাহাবীগণ জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসুলাল্লাহ! এই স্বপ্নের তা'বীর (ব্যাখ্যা) আপনি কি করিয়াছেন। তিনি বলিলেন: “ইলম।” —মোত্তাঃ
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم يَقُول: «بَيْنَا أَنَا نَائِمٌ أُتِيتُ بِقَدَحِ لَبَنٍ فَشَرِبْتُ حَتَّى إِنِّي لَأَرَى الرِّيَّ يَخْرُجُ فِي أَظْفَارِي ثُمَّ أَعْطَيْتُ فَضْلِي عُمَرَ بْنَ الْخَطَّابِ» قَالُوا: فَمَا أَوَّلْتَهُ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «الْعِلْمَ» . مُتَّفق عَلَيْهِ
হাদীসের ব্যাখ্যা:
অর্থাৎ, আলমে মেসাল – যেখানে বস্তুজগতের সবকিছুর অদৃশ্য আকৃতি রহিয়াছে, সেখানে ইলম হইল দুধ সদৃশ; সুতরাং স্বপ্নের তা'বীর হইল, আল্লাহর পক্ষ হইতে আমাকে প্রচুর ইলম দান করা হইয়াছে। যেমন, অপর এক হাদীসে বর্ণিত আছে, নবী (ﷺ) বলিয়াছেন, আমাকে পূর্ববর্তী ও পরবর্তী সকলের ইলম দান করা হইয়াছে এবং ইহার বিরাট অংশ হযরত ওমর ইবনুল খাত্তাবকে প্রদান করা হইয়াছে।
