মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬০৪০
প্রথম অনুচ্ছেদ - উমার ফারূক (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০৪০। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, একদা আমি ঘুমাইয়া ছিলাম, (স্বপ্নে) আমি নিজেকে একটি কূপের পাড়ে দেখিতে পাইলাম। কূপটির পাড়ে একটি বালতিও ছিল। আমি ঐ বালতি দ্বারা যতটা আল্লাহর ইচ্ছা কূপ হইতে পানি টানিয়া তুলিলাম। তারপর ইবনে আবু কুহাফা (আবু বকর ঐ বালতিটা লইলেন এবং এক বালতি বা দুই বালতি পানি টানিয়া তুলিলেন। তাঁহার ঐ বালতি টানার মধ্যে কিছুটা দুর্বলতা ছিল। আল্লাহ্ তাহার এই দূর্বলতা ক্ষমা করুন। তারপর ঐ বালতিটা বিরাট আকারের বালতিতে পরিণত হইল এবং ইবনুল খাত্তাব (ওমর) তাহা লইলেন। আমি কোন শক্তিশালী বাহাদুর ব্যক্তিকেও ওমরের ন্যায় পানি টানিয়া তুলিতে দেখি নাই। এমন কি লোকজন ঐ স্থানকে উটশালা বানাইতে উদ্বুদ্ধ হইল।
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «بَيْنَا أَنَا نَائِمٌ رَأَيْتُنِي عَلَى قَلِيبٍ عَلَيْهَا دَلْوٌ؟ فَنَزَعْتُ مِنْهَا مَا شَاءَ اللَّهُ ثُمَّ أَخَذَهَا ابْنُ أَبِي قُحَافَةَ فَنَزَعَ مِنْهَا ذَنُوبًا أَوْ ذَنُوبَيْنِ وَفِي نَزْعِهِ ضَعْفٌ وَاللَّهُ يَغْفِرُ لَهُ ضَعْفَهُ ثُمَّ اسْتَحَالَتْ غَرْبًا فَأَخَذَهَا ابْنُ الْخَطَّابِ فَلَمْ أَرَ عَبْقَرِيًّا مِنَ النَّاسِ يَنْزِعُ نَزْعَ عُمَرَ حَتَّى ضرب النَّاس بِعَطَن»

হাদীসের ব্যাখ্যা:

এইখানে দ্বীন-ইসলামকে কূপের সাথে উপমা দেওয়া হইয়াছে। নবী (ﷺ)-এর পরে সেই দায়িত্ব আবু বকরের কাছে এবং পরে ওমরের হাতে আসে। আবু বকরের মুদ্দতে খেলাফত এক দুই বৎসর ছিল। আবু বকরের সময় দ্বীন ত্যাগ, বিভিন্ন ফেতনা ও মতবিরোধ মাথাচাড়া দিয়া উঠিয়াছিল, উহা দমন করিতে যাইয়া তিনি মানুষের জন্য উল্লেখযোগ্য অবদান রাখিয়া যাইতে পারেন নাই। “দুর্বলতা” দ্বারা এইদিকেই ইংগিত করা হইয়াছে। অবশেষে হযরত ওমর (রাঃ) তাঁহার খেলাফত আমলে মুসলিম জাহানে দ্বীনের প্রচার ও প্রসারে যেই বিরাট খেদমত আঞ্জাম দিয়াছেন, ইতিহাসে উহা চিরস্মরণীয়। জাতি-ধর্ম নির্বেশেষে সকল মানুষ যেই সুখে জীবন যাপন করিয়াছে, “উটকে পূর্ণ পরিতৃপ্তির সাথে পানি পান করান” দ্বারা এইদিকে ইশারা করা হইয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৬০৪০ | মুসলিম বাংলা